অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলায় দলিত জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে নভেম্বর ২০২২ রাত ০৯:২৮

remove_red_eye

২১৪



বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় দলিত জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়ন শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ নভেম্বর) সকালে ভোলা প্রেস ক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক বিবেক সরকর।
বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার  অন্দোলন (বিডিইআরএম) ভোলা জেলা কমিটির আয়োজনে সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক  ইকবাল  হোসেন, প্রবীন সাংবাদিক আবু তাহের, ভোলা জেলা সুজন এর সভাপতি মোবাশ্বের উল্ল্যাহ চৌধুরী, ভোলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অমিতাভ রায় অপু,জেলা বিডিইআরএম এর সাধারন সম্পাদক স্বপন কুমার দে প্রমুখ।
এসময় বক্তরা বলেন দেশের একটি একটি অংশ দলিত শ্রেনীর। তাদের উন্নয়ন বাদ রেখে সমাজ উন্নয়ন করা সম্ভব নয়। তাই দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মূল ধারায় আনতে হবে। দলিত শিশুদের শিক্ষা কার্যক্রম থেকে ঝড়ে পড়া রোধ করতে হবে।  একই সাথে শিক্ষিত দলিতদের বিভিন্ন পেশায় সুযোগ করে দেওয়ার দাবি জানান। মতবিনিময় সভায় দলিত জনগোষ্ঠীর পক্ষে স্থানীয় সরকার এর উপ-পরিচালকের কাছে ৮ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের কাছে তুলে ধরার আহবান জানান।





আরও...