অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পক্ষ থেকে  দেশী মুরগি পালনের উপকরণ বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২০শে নভেম্বর ২০২২ রাত ১০:১৯

remove_red_eye

২৩৭


বাংলার কণ্ঠ প্রতিবেদক: গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পক্ষ থেকে দেশী মুরগী পালনের জন্য গতকাল সদস্যদের উপকরণ দেয়া হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)- এর সমন্বিত কৃষি ইউনিটের প্রাণিসমাপদ খাতের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার ভোলা-২ শাখার ১৫জন সদস্যকে বিশেষ আবাসন নিশ্চিত করে দেশী মুরগি পালন করার জন্য উপকরণ বিতরণ করা হয়েছে। বিতরণের সময় উপস্থিত ছিলেন সমন্বিত কৃষি ইউনিটের ফোকাল পারসন ডাঃ অরুণ কুমার সিনহা, ভোলা-২ শাখার শাখা ব্যবস্থাপক মোঃ আলী এবং প্রাণিসম্পদ ইউনিটের প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুর রহিম। দেশী মুরগির সংখ্যা বৃদ্ধির স¦ার্থে প্রত্যেক সদস্যকে একটি করে আধুনিক খাচা, জীবাণুনাশক, ডিম পাড়ার বাক্স এবং বাল্ব বিতরণ করা হয়েছে যাতে করে তারা তাদের আয় বৃদ্ধিতে অগ্রনী ভ‚মিকা পালন করতে পারে।





আরও...