অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলায় ৩৭ হাজার কৃষক পাচ্ছেন বীজ-সার প্রণোদনা


হাসনাইন আহমেদ মুন্না

প্রকাশিত: ২০শে নভেম্বর ২০২২ রাত ১০:১৬

remove_red_eye

২২৭


হাসনাইন আহমেদ মুন্না:  ভোলার ৭ উপজেলায় চলতি মৌসুমে ডাল ও তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩৭ হাজার ৬৫০ কৃষককে বীনামূল্যে বীজ সার প্রণোদনা দেওয়া হচ্ছে। এসব ফসলের মধ্যে গম, ভূট্রা, সরিষা, সূর্জমূখী, চিনাবাদাম, সয়াবিন, মুগডাল ও খেসারী ডাল রয়েছে। প্রত্যেক কৃষক এক বিঘা জমির অনুকূলে একটি ফসলেরে জন্য এসব বীজ-সার পাচ্ছেন। ইতোমধ্যে এসব প্রণোদনা বিতরণ শুরু হয়েছে।
কৃষি বিভাগ জানায়, এসব ফসলের পরিমাণমত বীজের পাশাপাশি প্রত্যেক কৃষক ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি করে পাচ্ছেন। এছাড়া জেলার মোট কৃষকের মধ্যে সদর উপজেলায় প্রণোদনা পাচ্ছে ৭ হাজার কৃষক, দৌলতখানে ৩ হাজার ৭’শ, বোরহানউদ্দিনে ৪ হাজার ৪’শ, তজুমদ্দিনে ৩ হাজার ২’শ, লালমোহনে ৩ হাজার ৭’শ ৫০, চরফ্যাশনে ১২ হাজার ৫’শ ও মনপুরা উপজেলায় ৩ হাজার ১’শ জন কৃষক রয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ সহকারী উদ্বিদ সংরক্ষণ অফিসার মো: হুমায়ুন কবির জানান, তেল ও ডাল জাতীয় ফসলের ঘাটতি কাটিয়ে উৎপাদন বৃদ্ধি করার জন্যই কৃষকের মাঝে এসব বীজ-সার প্রদান করছে সরকার। সরকারিভাবে প্রণোদনা প্রাপ্তীর মাধ্যমে উৎসাহ বাড়বে কৃষকের। আগামী ৩০ নভেম্বরের মধ্যে এসব প্রণোদনা বিতরণ কাজ সম্পন্ন হবে বলে জানান তিনি।





আরও...