অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলায় কাচিয়া কলনীতে দুর্ধর্ষ চুরি : নগদ অর্থ ও স্বার্নালংকার লুট


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে নভেম্বর ২০২২ রাত ১০:৩২

remove_red_eye

২৬৭


বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় উপজেলা সমাজসেবার ফিল্ডসুপার ভাইজার শেখর কুমাড় সরকারের বাসায় দুর্ধর্ষ  চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে  ভোলা পৌর সভার ১ নং ওয়ার্ডের কাচিয়া কলনী  নিজ বাসায় এই ঘটনা ঘটে। এ সময় বাসায় থাকা ১০ ভড়ি স্বর্নালংকার,নগদ ৩৫ হাজার টাকা,স্মার্ট টিভি,বাসায় থাকা নতুন জামা কাপড় সহ গুরুত্বপূর্ণ আসবাপপত্র নিয়ে যান।  এই ঘটনায় রাতে ভোলা থানায় শেখর কুমাড় বাদী হয়ে একটি মামলা করেছেন। চোর চক্রকে গ্রেফতারের জন্য অভিযান চলছে বলে জানান পুলিশ।
শেখর কুমাড় সরকার জানান, শুক্র ও শনিবার বন্ধ থাকায় গ্রামের বাড়ি বরিশালে যান। আমার ঘর তালা মারা ও মেইন গেইট আটকানো ছিলো। চোর চক্র  বাসার ছাদে উঠে ছাদের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। পরে বাসার মূল দরজা ভেঙ্গে বাসার ভিতরে প্রবেশ করে বিভিন্ন রুমে তান্ডব চালায়। এসময় আমার বাসায় থাকা ১০ ভড়ি স্বর্নালংকার,নগদ ৩৫ হাজার টাকা,স্মার্ট টিভি,বাসায় থাকা নতুন জামা কাপড় সহ গুরুত্বপূর্ণ আসবাপপত্র নিয়ে যান। এমনকি চুরি করার সময় বাসার জানালার পর্দা নিয়ে যায়। বাইরে থেকে যেন দেখা না যায় তার জন্য এই চোর চক্র বিভিন্ন জানালার কাচের উপরে জামা কাপড় দিয়ে ডেকে রাখেন। চুরির ঘটনায় আমি স্বর্ণ ও টাকা উদ্ধারসহ দৃষ্টান্তমূলক শাস্তি চাই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে।    
ভোলা  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির বলেন, সমাজসেবার ফিল্ডসুপার ভাইজার শেখর কুমাড় সরকারের বাসায় দুর্র্ধষ চুরির ঘটনায় নিজে  বাদি হয়ে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় আমরা চোর চক্রকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।





আরও...