অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলায় এ. রহমান মডেল মাদরাসায় অভিভাবক ও সুধী সমাবেশ


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে নভেম্বর ২০২২ রাত ১০:১৬

remove_red_eye

৪৪২

বোরহানউদ্দিন  প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় এ. রহমান মডেল মাদরাসার বার্ষিক অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার দক্ষিণ বাসস্টান্ড মাদরাসার সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় মাদরদসার সভাপতি মো. আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. জোহেব হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিয়া বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা নূর হোসেন নুরানী, বায়তুল মামুর মাদরাসার মোহতামিম মাওলানা ইউছুফ হোসেন মিয়াজি, তানজিমুল মিল্লাত মাদরাসার অধ্যক্ষ মাওলানা রহমত উল্লাহ, প্রথম আলো জেলা প্রতিনিধি নেয়ামতউল্যাহ।
স্বাগত বক্তব্য রাখেন এ. রহমান মডেল মাদরাসার পরিচালক মো. হাসনাইন আহমেদ বাসেদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম,মো. রায়হান শরীফ, আবুল কালাম, জুয়েল গোলদার, সবুজ কাজি, মো. জামাল মাস্টার প্রমূখ।
সভায় বক্তারা উপস্থিত অভিভাবক ও সুধীদের উদ্দেশ্যে ইসলামী শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, নিজের ছেলে-মেয়েদের মানুষের মতো মানুষ করতে হলে দ্বীনি শিক্ষা দিতে হবে। জেনারেল শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষা অর্জন করতে পারলে ওই সন্তান পরিবার, সমাজ ও দেশের কল্যানে কাজ করতে পারবে।