অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলার চরসামাইয়া ইউনিয়নে কৃষক সমৃদ্ধি সমাবেশ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে নভেম্বর ২০২২ রাত ১০:০৬

remove_red_eye

৪০৫



বাংলার কণ্ঠ প্রতিবেদক : এক  ইঞ্চি জমি অনাবাদি রাখা যাবেনা , এই ¯স্লোগান নিয়ে  মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে নিমিত্তে বিভিন্ন অংশীজনের সমন্বয়ে ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নে কৃষক সমৃদ্ধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
চরসামাইয়া ইউনিয়ন কৃষি বিভাগের উদ্যোগে শনিবার বিকালে চরসামাইয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কৃষক সমৃদ্ধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  চরসামাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মাতব্বর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মাহমুদুল হাসান উপ-সহকারী কৃষি অফিসার মাহমুদুল হাসান ও উপসহকারি কৃষি অফিসার এবিএম মোস্তফা কামাল ইউপি সদস্যদের মধ্যে বজলুর রহমান, মিজানুর রহমান, আঃ মালেক, সজীব হোসেন, পারভীন বেগম,কৃষক নেতা ভুট্রু মহাজন। সমাবেশে কৃষক জনপ্রতিনিধি,ধর্মীয় নেতা,বিভিন্ন পেশাজীবি, মৎস্যচাষি,পশুখামারি, সার বীজ ও কীটনাশক বিক্রেতা,শাক সবজি উৎপাদক ও বিক্রেতাসহ ইউনিয়নে বসবাস কারি নাগরিকরা উপস্থিত ছিলেন। সমাবেশে দেশের সার্বিক উন্নয়নে সকলে নিজের অবস্থান থেকে উৎপাদন বৃদ্ধিতে ভ‚মিকা রাখার শপথ গ্রহন করেন।






আরও...