অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


 ভোলায় মাদকদ্রব্যের অপব্যবহার  রোধে কর্মশালা অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই নভেম্বর ২০২২ রাত ১০:১৭

remove_red_eye

২৫২



হাসনাইন আহমেদ মুন্না : ‘জীবনকে ভালবাসুন, মাদক থেকে দূরে থাকুন’ এই ¯েøাগান নিয়ে ভোলায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১২ টায় ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সদর উপজেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিবেক সরকারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম। আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জসিম উদ্দিন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক আবেদ শাহ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক দিদারুল আলম, প্রেসক্লাব সভাপতি এম. হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এম এ তাহের প্রমূখ।
 এসময় বক্তারা বলেন, বর্তমানে আমাদের সমাজে মাদক একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। যদিও বর্তমান সরকার মাদক বন্ধে কঠোর অবস্থানে রয়েছে। তাই সমাজের সকল শ্রেণী পেশার মানুষ একসাথে মাদকের বিরুদ্ধে কার্যক্রম অব্যাহত রাখলে এটা নির্মূল করা সম্ভব। যেহেতু ভোলায় কোন মাদক উৎপাদন বা তৈরি হয়না। এটা অন্য জেলা থেকে এখানে আসে। তাই মাদক পরিবহণে ব্যবহৃত নৌপথসহ অনান্য রুটগুলোতে নজরদারী বৃদ্ধি করা দরকার। একইসাথে মাদক নির্মূলে প্রয়োজন সমন্বিত পদক্ষেপ ও সামাজিক আন্দোলন। তাই এ ব্যাপারে সবাইকে আরো বেশি সচেতন হওয়ার আহবান জানান বক্তারা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উদ্যেগে কর্মশালায় বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, মসজিদের ইমাম, এনজিও কর্মী ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ্রহণ করেন।





আরও...