অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলায় কৃষি সমৃদ্ধি সমাবেশ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই নভেম্বর ২০২২ রাত ১০:৪১

remove_red_eye

২৮৩



হাসনাইন আহমেদ মুন্না : ভোলায় কৃষি সমৃদ্ধি বিষয়ক এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘এক ইঞ্চি জমিও অনাবাদী রাখা যাবে না’ প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নের নিমিত্তে বিভিন্ন অংশীজনের সমন্বয়ে মঙ্গলবার বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী। জেলা প্রশাসন ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে।
এখানে প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রীর আহবান এক ইঞ্চি জমিও অনাবাদী রাখা যাবে না এই কার্যক্রম বাস্তবায়ন করার জন্যই আমাদের এই আয়োজন। ভোলায় আমাদের অনেক জমি পতিত রয়েছে, সেই জমি কাজে লাগিয়ে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা সম্ভব। এর জন্য আমাদের জেলায় পতিত জমির তালিকা এবং বøক অনুযায়ী কর্মপরিকল্পনা করতে হবে। একইসাথে কেন এক ইঞ্চি জমিও অনাবাদী রাখা যাবেনা সেটা কৃষকদের বোঝাতে হবে। তাদের সাথে নিয়মিত উঠান বৈঠক করতে হবে। প্রধানমন্ত্রীর এই উদ্যেগকে আন্দোলনে পরিণত করতে নিয়মিত মনিটরিং কার্যক্রমের উপর জোর দেন জেলা প্রশাসক।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো: হাসান ওয়ারিসুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিবেক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো: আসাদুজ্জামান, তজুমদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ, সদর উপজেলা কৃষি অফিসার মো: রিয়াজউদ্দিন, চরফ্যাশন উপজেলা কৃষি অফিসার মো: ওমর ফারুক, তজুমদ্দিন উপজেলা কৃষি অফিসার অপুর্ব লাল সরকার প্রমূখ।
সমাবেশে বিভিন্ন ইউনিয়নের উপ সহকারী কৃষি কর্মকর্তা, সার-বীজ ডিলারসহ প্রায় শতাধীক কৃষকরা উপস্থিত ছিলেন।





আরও...