অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলায় সড়ক নিরাপত্তা নিয়ে সচেতন করলেন নায়ক ইলিয়াস কাঞ্চন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই নভেম্বর ২০২২ রাত ১০:০০

remove_red_eye

২৭১




বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় সড়ক নিরাপত্তা বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ভোলা শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র পি.টি.আইতে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নিরাপদ সড়ক চাই (নিসচা)’র চেয়ারম্যান নায়ক ইলিয়াস কাঞ্চন। ভোলা পি.টি.আই এর সুপারিনটেনডেন্ট শিরিন শবনমের সভাপতিত্বে শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করেন নিরাপদ সড়ক চাই (নিসচা)’র ভাইস চেয়ারম্যান সৈয়দ এহসান উল হক কামাল।
প্রধান অতিথির বক্তব্যে ইলিয়াস কাঞ্চন বলেন, নিজের সাবধান না থাকলে একটি সড়ক আপনার প্রাণ কেড়ে নিতে পারে। তাই সড়ক পারাপার হওয়ার সময় সবাইকে অবশ্যই সাবধান হতে হবে। এছাড়াও ব্যস্ত সড়ক পারাপার হওয়ার সময় সিগনাল দিয়ে আপনি এমন ভাবে রাস্তা পার হবেন যাতে যানবাহনের চালক আপনাকে দেখতে পারে। নিজেরা সাবধান হবেন অন্যকেও সাবধান করবেন তাহলে সড়কে কারো প্রাণ ঝড়বে না।  
প্রশিক্ষণ শেষে শতাধিক শিক্ষকদের মাঝে সার্টিফিকেট প্রদান করেন প্রধান অতিথি।





আরও...