অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই নভেম্বর ২০২২ রাত ০৯:৫২

remove_red_eye

২৫০



বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলা ‘দুর্ঘটনা দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে ভোলায়  থেকে শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২। জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র আয়োজনে মঙ্গলবার সকালে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসন্ট্যান্ড সংলগ্ন ফায়ার সার্ভিস স্টেশন চত্তরে অগ্নি নির্বাপনের উপর বিশেষ মহরা অনুষ্ঠিত হয়। পরে এক আলোচনা সভায় জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী প্রধান অতিথির বক্তব্য দেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিবেক সরকারের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো: আসাদুজ্জামান, জেলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স’র উপ সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক দিদারুল আলম, স্টেশন অফিসার মো: সুমন, সাংস্কৃতিক কর্মী বাধন তালুকদার প্রমূখ।
আয়োজকরা জানায়, সপ্তাহব্যাপী এই অনুষ্ঠানের মধ্যে র‌্যালি, মানুষকে সচেতন করতে লিফলেট বিতরণ, মাইকিং এর মাধ্যমে প্রচারণা, বিভিন্ন দপ্তর পরিদর্শন ও পরামর্শ এবং বিভিন্ন স্থানে মহড়া রয়েছে।





আরও...