অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


মনপুরায় অগ্নিকাণ্ডে ১৬ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৪ই নভেম্বর ২০২২ রাত ১১:৪৭

remove_red_eye

৩০০



প্রায় দুই কোটি টাকার ক্ষতি

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় ভয়াবহ অগ্নিকাÐে ১৬টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভ‚ত হয়েছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারানা করা হচ্ছে । রবিবার রাত ৩টার দিকে মনপুরা  উপজেলার দক্ষিণ সাকুচিয়া কোড়ালিয়া বাজারে এ অগ্নিকাÐের ঘটনা ঘটে। পরে মনপুরা ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৩টার দিকে ওই বাজারের একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশের দোকানে ছড়িয়ে পরে। এ সময় বাজারে থাকা ব্যবসায়ীদের ডাকচিৎকার আশপাশের লোক ছুটে আসে। মনপুরা ফায়ার সর্ভিস খবর পেয়ে তাঁরা এসে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্তু তার আগেই আগুনে বাজারের তিনটি মুদি দোকান, একটি ঔষুধের দোকান, দুইটি চায়ের দোকান, একটি সেলুন, একটি অফিস, একটি ইলেক্ট্রনিক্স দোকান ও একটি জুয়েলারী দোকানসহ ১৬টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার সাংবাদিকদের জানান, অগ্নিকাÐে কোড়ালিয়া বাজারের ১৬টি দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরী করা হচ্ছে। এছাড়াও তাৎক্ষনিক স্থানীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের পক্ষ থেকে এক লাখ ৬০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এ টাকা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে বিতরণ করা হবে।