অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলায় মাদরাসার শিক্ষকসহ ছাত্রদের মানববন্ধন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই নভেম্বর ২০২২ রাত ১১:৪২

remove_red_eye

২২০






বাংলার কণ্ঠ প্রতিবেদক : মাদরাসার জন্য স্বতন্ত্র শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক প্রণয়নসহ ১৩ দফা দাবী আদায়ের লক্ষ্যে ভোলায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের ভোলা জেলা শাখার আয়োজনে শহরের কে-জাহান মার্কেটের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে জেলার বিভিন্ন মাদরাসার প্রায় সহ¯্রাধিক শিক্ষক ও ছাত্র অংশগ্রহন করেন।
মানববন্ধনে সংগঠনের জেলা সভাপতি মো. আবদুল খালেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও জেলার সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম, জেলার জ্যেষ্ঠ সহসভাপতি মাওলানা আহাম্মদ উল্লাহ আনছারী, সহসভাপতি মাওলানা মো. মোশারেফ হোসেন ও মাওলানা আব্দুছ ছামাদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. মঈনউদ্দীন, দৈনিক আজকের ভোলার সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের জেলা সভাপতি মাওলানা আতাউর রহমান, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের জেলা সভাপতি মাওলানা মো. মিজানুর রহমান, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মীর মো. বেলায়েত হোসেন, ভোলা তানজিমুল কুরআন মাদরাসার পরিচালক মাওলানা তরিকুল ইসলাম, জেলা মুসলিম ঐক্য পরিষদের সভাপতি মাওলানা আব্দুর রহমান খান তালুকদার প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ৯১ ভাগ মুসলমানের দেশে পাশ্চাত্য ও দেব-দেবীর বিশ্বাস ও তাদের আরাধনার শিক্ষা সংস্কৃতির আদলে তৈরি বইগুলো স্কুলের জন্যও উপযোগী নয়। মাদরাসায় এসকল বই পাঠ্যপুস্কক হিসেবে গ্রহন ও ব্যবহারের প্রশ্নেই আসেনা। এ ধরনের পাঠ্যপুস্তক মাদরাসায় পাঠদানের জন্য শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক প্রেরিত এবং নির্দেশিত হলে মাদরাসা শিক্ষার উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর সকল অর্জনকে ¤øান করে দিবে। যা কোনো অবস্থাতেই মেনে নেয়া যায় না। তাই মাদরাসা শিক্ষার স্বকীয়তা বজায় রাখতে যৌক্তিক দাবি মেনে নিতে হবে। তাদের এ দাবি মানা না হলে তারা দেশব্যাপী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলেও হুশিয়ারি দেন বক্তারা।
পরে তাঁরা ১৩দফা দাবি বাস্তবায়নে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।





আরও...