অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলায় বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বির্তক উৎসব


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই নভেম্বর ২০২২ রাত ০৯:৪০

remove_red_eye

২৯৭



বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় বিএফএফ- সমকাল জাতীয় বিজ্ঞান বির্তক উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ভোলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত বির্তক প্রতিযোগিতার জেলার ৬টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। ছাত্র-ছাত্রীদের তথ্য নির্ভর যুক্তি তর্কের মধ্যদিয়ে ক্ষুদে বিতার্কিকরা নিজেদের স্বপক্ষে বক্তব্য তুলে ধরেন। প্রতিযোগিতায় ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ণ ও টবগী মাধ্যমিক বিদ্যালয় রানার্সআপ হয়েছে। সেরা বক্তা নির্বাচিত হয়েছে চ্যাম্পিয়ন দলের মুহিবুর রহমান। এ দলের অন্য দুই সদস্য হচ্ছে  নাহিদ উদ্দিন আহমেদ ও মো. মাইনুল ইসলাম। রানার্সআপ দলের সদস্যরা হচ্ছেন মো. সরোয়ার হোসেন, মো. রাকিব ও মো. ইমন।
বির্তক শেষে দুপুরে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সাংবাদিক ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান। অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাব সম্পাদক অমিতাভ রায় অপু, সুহৃদ সমাবেশের জেলা সম্পাদক অতনু করঞ্জাই, সমকাল জেলা প্রতিনিধি নাসির লিটন। অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের বিতার্কিকদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন আবৃত্তি শিল্পী মশিউর রহমান পিংকু, বিতার্কিক নাজমুছ ছাকিব চৌধুরী, নাট্যশিল্পী শন্তু দাস ও বিপ্লব দেবনাথ।  
অংশগ্রহণকারী অন্য দলগুলো হচ্ছে শহীদ জিয়া আদর্শ গার্লস স্কুল এন্ড কলেজ, চরনোয়াবাদ মুসলিম মাধ্যমিক বিদ্যালয়, শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয় ও আশরাফ নগর মাধ্যমিক বিদ্যালয়। নতুন প্রজন্মকে যুক্তিবাদী ও জ্ঞান সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে তুলতে বিএফএফ- সমকাল জাতীয় বিজ্ঞান বির্তক উৎসবের প্রশসংসা করেন এবং আগামীতেও  এধারা অব্যহার রাখার আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) সহযোগিতা সমকাল সুহৃদ সমাবেশ এ বির্তক উৎসবের আয়োজন করেছে।







আরও...