অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলায় চোরাই অটোরিকশাসহ চক্রের ২ সদস্য আটক


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই নভেম্বর ২০২২ সকাল ০৮:৩২

remove_red_eye

২৪১

বাংলার কন্ঠ প্রতিবেদক।। ভোলায় ৬মাস আগে চুরি হওয়া ব্যাটারী চালিত অটোরিকশাসহ চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে র‍্যাব। আটকৃতরা হলেন সদর উপজেলার চর সামাইয়া ইউনিয়নের বড় চর সামাইয়া গ্রামের বাসিন্দা মো. রাকিব (২৪) ও বোরহানউদ্দিন উপজেলার বাটামারা গ্রামের বাসিন্দা রবি আলম (৪৫)।  বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেল ৫টার দিকে র‍্যাব-৮ এর ভোলা ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
 
তিনি আরো জানান,  গত ০৭ মে সদর উপজেলার চর সামাইয়া এলাকার অটোরিকশা চালক মো. ইব্রাহিমের অটোরিকশাটি ওই এলাকার শাস্তিরহাট ব্রীজের উপর থেকে চুরি হয়ে যায়। পরে সে বিষয়টি র‍্যাব-৮, বরিশাল এর ভোলা ক্যাম্পে এসে মৌখিকভাবে জানায়। এরই ধারাবাহিকতায় র‍্যাব সদস্যরা গোয়েন্দা কার্যক্রম পরিচালনার মাধ্যমে জানাতে পারে যে, ওই অটোরিকশাটি মো. রাকিব নামের এক জন চুরি করে তার সহযোগী বোরহানউদ্দিন উপজেলার বাটামারা এলাকার রবি আলমের বাড়িতে রেখেছে। এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে র‍্যাব-৮ ভোলা ক্যাম্প কমান্ডার সিনিয়র এএসপি আবু ছালেহ মো. আনছার উদ্দীনের নেতৃত্বে একটি বিশেষ দল অভিযান চালিয়ে সদর উপজেলার চর সামাইয়া এলাকা থেকে চোর চক্রের মূল হোতা মো. রাকিবকে আটক করেন। আটক রাকিবকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে চুরির বিষয়টি স্বীকার করে এবং চুরি করা অটোরিকশাটি তার সহযোগী বোরহানউদ্দিনের বাটামারা এলাকার রবি আলমের গ্যারেজে রয়েছে বলে জানায়। পরবর্তীতে রবি আলমের বাড়িতে গিয়ে তাকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে যে, তার গ্যারেজে থাকা অটোরিকশাটি অভিযোগকারী মো. ইব্রাহিমের না। তবে ইব্রাহিমের অটোরিকশাটি বোরহানগঞ্জ বাজারের গোলাম আজমের গ্যারেজে রয়েছে। পরে সেখান থেকে ইব্রাহিমের অটোরিকশাটি উদ্ধার করা হয়।
 
র‍্যাবের এ কর্মকর্তা আরো জনান, আটক চোর চক্রের মূল হোতা মো. রাকিব মাদক মামলায় ০৬ মাসের কারাদন্ডসহ ৫০০টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে অভিযোগকারী মো. ইব্রাহিম বাদী হয়ে ভোলা জেলার সদর মডেল থানায় মামলা দায়ের করেন। এবং আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহনের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

 





আরও...