অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


নীলকমল ইউপির চেয়ারম্যান আলমগীর হাওলাদারের শোডাউন


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই নভেম্বর ২০২২ রাত ১০:৩২

remove_red_eye

২৮১



চরফ্যাশনের তিন ইউপির ভোট ২৯ ডিসেম্বর




চরফ্যাশন সংবাদদাতা : আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ভোলার চরফ্যাশন উপজেলার নীলকমল, জিন্নাগড় ও আমিনাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচন। সোমবার নির্বাচন কমিশন তিন ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এ নির্বাচন ঘিরে সরব হয়েছেন সম্ভাব্য প্রার্থীরা। ব্যানার, পোস্টার-লিফলেট বিতরণ, পথসভা, শোভাযাত্রাসহ নানাভাবে তারা নিজেদের প্রার্থিতা ভোটারদের জানান দিচ্ছেন।
তারই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে নীলকমল ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন হাওলার নির্বাচনী বিশাল  শোডাউন করেছেন।
নীলকমল ইউনিয়নে ঘোষের হাট লঞ্চ ঘাট থেকে শোডাউন শুরু করে দুলার হাট বাজার ঘুরে থানার মোড়ে গিয়ে সমবেত হয়। এরপর আলমগীর হাওলাদার নীল কমল ইউনিয়ন বাসীর প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি আবারও আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনগণের সেবা করার সুযোগ চান। এজন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
শোডাউনে নীল কমল ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছেন।