অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভোলায় বিএনপির আলোচনা সভা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই নভেম্বর ২০২২ রাত ১০:০৬

remove_red_eye

৩৭০



এইচ আর সুমন : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে ভোলা জেলা বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার মাগরিব বাদ ভোলা জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম খান, সাংগঠনিক স¤পাদক এনামুল হক, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল মিলন, থানা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা শ্রমিক দলের সভাপতি শহিদুল আলম মানিক, জেলা কৃষক দলের সাধারণ স¤পাদক আবুল হাসনাত তছলিম, জেলা শ্রমিকদলের সভাপতি শহিদুল ইসলাম মানিক,সাধারণ স¤পাদক তানভীর তালুকদার, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম ফেরদাউস, সাংগঠনিক স¤পাদক মনির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ স¤পাদক জাকির হোসেন রুবেল, সহ-সভাপতি জাকির হোসেন মনির ,যুবদল নেতা নাজিম উদ্দিন নিক্সন, ভোলা সদর উপজেলা  ছাত্রদলের সদস্য সচিব সাজ্জাদ হোসেন মুন্না, যুগ্ম সাধারণ স¤পাদক জি এম ছানাউল্লাহ, ছাত্রদল নেতা শাওন।
সভায় ভোলা জেলা বিএনপি সভাপতি গোলাম নবী আলমগীর বলেন, ৭ই নভেম্বর বিপ্লবের সফলতার সিঁড়ি বেয়েই আমরা বহুদলীয় গণতন্ত্র এবং অর্থনৈতিক মুক্তির পথ পেয়েছি। সিপাহী-জনতার স্বতঃস্ফ‚র্ত বিপ্লব সংঘটিত হয়েছিল। এই বিপ্লবের মাধ্যমে জাতি পেয়েছিল এক যোগ্য নেতৃত্ব জিয়াউর রহমানকে। যিনি ৭১-এ জাতির চরম ক্রান্তিলগ্নে মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে কিংকর্তব্যবিমূঢ় জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার দিকনির্দেশনা দিয়েছিলেন। সফল রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান। বক্তারা আরো বলেন , দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে নিতে হবে এবং সকলকে ঐক্যবদ্ধ হয়ে থাকার জন্য আহŸান জানান। জাতীয় বিপ্লব সংহতি দিবস উদযাপন উপলক্ষে জেলা বিএনপি আলোচনা সভার সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির যুগ্ম স¤পাদক কবির  হোসেন।





আরও...