অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলায় অভিমান করে শিক্ষার্থীর আত্মহত্যা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই নভেম্বর ২০২২ রাত ১০:০৪

remove_red_eye

২৮৫




ইব্রাহিম আকতার আকাশ : ভোলায় মোবাইল ফোন ব্যবহার করায় মায়ের বকাবকি শুনে অভিমানে গলায় ফাঁস দিয়ে নাসরিন আক্তার (১৪) নামে অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন করেছেন। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।রোববার (৬ নভেম্বর) দিনগত রাতে সদর উপজেলা ৩নং পশ্চিম ইলিশা ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নাসরিন ওই গ্রামের মৃত মোহাম্মদ আলীর মেয়ে এবং স্থানীয় পশ্চিম চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
ভোলা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) গোপাল কুণ্ডুএসব তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশের এ কর্মকর্তা জানান, নাসরিন নিজে একটি মোবাইল ফোন ব্যবহার করতো। পড়াশোনায় সে তেমন মনোযোগী ছিল না। তাঁর বাবা প্রায় এক বছর আগে মারা যায়। তাঁর মা তাকে পড়াশোনার জন্য শাষণ করতেন। কিন্তু সে পড়াশোনায় মনোযোগী না হয়ে সারাক্ষণ মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকতেন। এ নিয়ে তাঁর মা তাকে প্রায়ই বকাবকি করতো। ঘটনার দিন রাতেও তাকে মোবাইল ফোন ব্যবহার করায় বকাবকি করে। এসময় সে সবার অগোচরে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির জানান, নাসরিনের সুরতহাল প্রতিবেদন শেষ করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।






আরও...