অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় বাংলা নববর্ষ বরণ উৎসব


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৪ই এপ্রিল ২০১৯ দুপুর ১২:১৫

remove_red_eye

৭০৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক \ ভোলায় বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪২৬ বরণ উৎসবে মেতে উঠে শিশু থেকে শুরু করে নানা শ্রেনী পেশার মানুষ। আজ রবিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে অফিসার ক্লাব চত্বরে প্রভাতী সাংস্কৃতিক অনুষ্ঠানে গান নাচ আবৃত্তির মধ্য দিয়ে বৈশাখী উৎসবের শুরু হয়। এ সময় উৎসবে পরিবেশন করা হয় বাঙ্গালী খাবার ক্ষই মুড়ি মুরকিসহ পান্থা মরিচ ও হরেক রকম ভর্তা। পরে ভোলা জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গন থেকে শহরের বর্নাঢ্য এক র‌্যালী বের হয়। র‌্যালীতে ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক,জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু,পুলিশ সুপার মো: মোক্তার হোসেন সহ প্রশাসনের কর্মকর্তা,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেয়। এসময় র‌্যালীগ্রেগ্রাম বাংলার ঐতিয্য প্রতিক তুলে ধরা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসক কার্যালয় গিয়ে শেষ হয়। অপর দিকে ভোলা থিয়েটার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ ৩ দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে।