অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলায় আবারও সুজির প্যাকেট হাতে দিয়ে নারীর টাকা স্বর্ণালংকার ছিনতাই


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৬ই নভেম্বর ২০২২ রাত ১০:০৬

remove_red_eye

২৭১



ইব্রাহিম আকতার আকাশ : ভোলায় ২০ দিনের মাথায় আবারও অভিনব কায়দায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনিয়ে নিয়েছে এক ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা। তবে এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

রবিবার (৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শহরের মার্কেন্টাইল ব্যাংকে আসেন চরনোয়াবাদ এলাকার মো. শাহাবুদ্দিনের স্ত্রী জান্নাতুল ফেরদৌস। তিনি ওই ব্যাংকে ডিপিএসের জন্য ৫ হাজার টাকা জমা দিবেন। এমন সময় তিনজন ছিনতাইকারী তাকে ব্যাংকের সামনে থেকে ডেকে নেয় কালীনাথ রায়ের বাজারের একটি গলিতে। সেখানে নিয়ে তাঁর হাতে একটি সুজির প্যাকেট ধরিয়ে দিয়ে তাঁর কাছ থেকে ছিনিয়ে নেয় নগদ ৫ হাজার টাকা, গলায় থাকা ১০ আনা স্বর্ণের চেইন, ৪ আনা কানের দুল ও ২ আনা ওজনের আন্টি।

জান্নাতুল ফেরদৌস জানান, তাকে কৌশলে ডেকে নিয়ে তাঁর হাতে একটি সুজির প্যাকেট ধরিয়ে দেয় তাঁরা। এরপর তিনি জ্ঞান হারিয়ে ফেললে ছিনতাইকারীরা তাঁর স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়। এরপর খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে ঘটনাস্থলের আশেপাশে থাকা বেশকিছু সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করে ছিনতাইকারীদের চিহ্নিত করেন। এ ঘটনার ২০ দিন আগে শহরের অবসর সিনেমা হলের সামনের একটি গলিতে নিয়ে একই কায়দায় অন্তঃসত্ত্বা এক নারীর টাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেয় ওই ছিনতাইকারী চক্রটি।এদিকে এ ঘটনার পুনরাবৃত্তি ঘটার পরেও পুলিশ এ ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করতে না পারায় চরম ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগীরা।

তবে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির জানান, এ চক্রের সঙ্গে যাঁরা জড়িত পুলিশ তাদেরকে আটকের চেষ্টা চালাচ্ছে।









আরও...