অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


নারীর ক্ষমতায়নে বিশ্ব বাংলাদেশ ৬৪ তম অবস্থানে: জ্যাকব


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৫ই এপ্রিল ২০১৯ রাত ১০:৪২

remove_red_eye

৪৯০

 

এম আবু সিদ্দিক, চরফ্যাশন : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, আত্মনির্ভরশীল দেশ গড়তে প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। নারীর অর্থনৈতিক উন্নতি হলে সমৃদ্ধ হবে দেশ। সামগ্রীক উন্নয়নে নারীরাও পুরুষের পাশাপাশি কোন অংশে পিছিয়ে নেই। নারী সমাজের অগ্রগতি হলে প্রগতির বিকাশ হবে। সোমবার ভোলা জেলার চরফ্যাশন উপজেলা পরিষদ মিলনায়তনে অসহায় নারীদের মাঝে অর্ধশতাধিক সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার মোঃ রুহুল আমিন সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, সহকারী কমিশনার ভূমি আশিষ কুমার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আকলিমা ফারুক মিলা।
জ্যাকব বলেন, নারীদের অংশ গ্রহনে দেশ এগিয়ে যাচ্ছে। রাষ্ট্র ও সমাজের প্রতিটি স্তরে নারীরা সাবলম্বী হলে সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব। নারীর ক্ষমতায়নে বিশ্ব বাংলাদেশ ৬৪ তম অবস্থানে রয়েছে। নারীদের সার্বিক উন্নয়ন করতে চাইলে নারীর অর্থনৈতিক উন্নয়নে বিকল্প নেই।