অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলায় ভলান্টিয়ার ফর বাংলাদেশের বর্ষপূর্তি উদযাপন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা নভেম্বর ২০২২ রাত ১০:৩৯

remove_red_eye

২৪৬



বাংলার কণ্ঠ প্রতিবেদক : নানা আয়োজনের মধ্য দিয়ে ভোলায় স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশ এর দ্বিতীয় বর্ষপূর্তী উৎসব উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে, কেক ককাটা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, সেলাই মেসিন বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভলান্টিয়ার ফর বাংলাদেশ ভোলা জেলা শাখার সমন্বয়কারী জুন্নু রায়হান এর সভাপতিত্বে দিন ব্যাপী এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম। এসময় বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ডাক্তার প্রফেসর আফতাব ইউসুফ রাজ, সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, সমাজসেবক মীর মোশাররফ হোসেন অমি এবং ব্যবসায়ী আব্দুস সাত্তার।
স্বগত বক্তব্যে জুন্নু রায়হান জানান, জাগো ফাউন্ডেশনের যুব সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশ ২০২০ সাল থেকে ভোলায় কাজ শুরু  করছে। গত দই বছরে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, দুর্যোগ প্রতিরোধসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে দুই শতাধিক স্বেচ্ছাসেবী।
অনুষ্ঠানের শুরুতে ভলান্টিয়ার ফর বাংলাদেশ ভোলা জেলায় গত দুই বছর ধরে মহামারি করোনাসহ  বিভিন্ন দুর্যোগের সময় মানুষের সেবায় যে সব কাজ করেছে তার একটি প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।






আরও...