অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


সাংবাদিক জুন্নু রায়হান এর পিতার ইন্তেকাল


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৬ই এপ্রিল ২০১৯ রাত ০৩:৫১

remove_red_eye

৭৪৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক \ দৈনিক বাংলার কণ্ঠের বার্তা সম্পাদক,বাংলাদেশ প্রতিদিন, নিউজ২৪ এর জেলা প্রতিনিধি, ও নাজিউর রহমান কলেজের বাংলা বিভাগের প্রভাষক জুন্নু রায়হান এর পিতা মাওলানা মোঃ রুহুল আমিন (৭২) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
গতকাল সোমবার রাত ১২টা ১৫ মিনিটের সময় ভোলা সদর হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের পারিবারিক সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে তিনি বাসায় হঠাৎ বুকে ব্যাথ্যা অনুভব করলে তিনি অসুস্থ্য হয়ে পড়েন তারপর রাত ১২ টার দিকে ভোলা সদর হাসপালে নেয়া হয়। এসময় তাকে দ্রুত অক্সিজেন ও ইসিজির মাধ্যমে পরীক্ষা-নীরিক্ষা করা হয়। রাত সোয়া ১২ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারনা করা হচ্ছে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলাবার বাদ যোহর বাংলাস্কুলে মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হবে।