অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


ভোলায় সড়ক দুর্ঘটনায় বিদ্যুৎ কর্মকর্তার মৃত্যু


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৬ই এপ্রিল ২০১৯ রাত ১১:৫৩

remove_red_eye

৫৮৪

জুয়েল সাহা \ ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সড়ক দুঘটনায় মোঃ রবিউল ইসলাম (২৮) নামে এক পল্লী বিদ্যুৎ কর্মকর্তার মৃত্যু হয়েছে। নিহত বিদ্যুৎ কর্মকর্তা বাড়ি বরগুনা  জেলার গাবতলী পৌর ৫ নং ওয়ার্ডের গুরুদহ এলাকায়। তার পিতার নাম শাহিনুর ইসলাম। নিহত রবিউল  ভোলার দৌলতখান উপজেলায় পল্লী বিদ্যুৎ অফিসে কর্মরত ছিলেন। গতকাল মঙ্গলবার সকাল পৌনে ৭ টার দিকে বোরহানউদ্দিন উপজেলার টবগী ২ নং ওয়ার্ডের  বোরহানগঞ্জ  এলাকার সড়কে দুর্ঘটনার ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, রবিউল ইসলাম সকালে লালমোহন উপজেলা পল্লী বিদ্যুৎ অফিস থেকে  মোটরসাইকেল নিয়ে বাংলাবাজার পল্লী বিদ্যুৎ অফিস যাচ্ছিলেন।  টবগী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বোরহানগঞ্জ এলাকায় আসলে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে একটি কড়ই গাছের সাথে ধাক্কা খায়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।  বোরহানউদ্দিন থানার ওসি অসীম কুমার শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।