অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে গঙ্গাপুর ইউনিয়ন যুবলীগের কমিটি ঘোষনা


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১লা নভেম্বর ২০২২ রাত ০৯:৪৯

remove_red_eye

৩৩৭


বোরহানউদ্দিন প্রতিনিধি : দীর্ঘ দিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ভোলার বোরহানউদ্দিন উপজেলার ঐতিহ্যবাহী গঙাগাপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২৮ অক্টোবর ভোলা ২ আসনের সাংসদ আলী অজম মুকুল, উপজেলা আ’লীগ সভাপতি জসিম উদ্দিন হায়দার, সম্পাদক রফিকুল ইসলামের উপস্থিতে ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রতিটি পদে একাধিক প্রার্থি প্রতিদন্ধিতা করায় ত্যাগী ও নির্যাতিত প্রার্থীদের অগ্রাধিকার দিয়ে ৬১ সদস্য কমিটি ঘোষণা করা হয় বলে মঙ্গল বার দুপুরে উপজেলা  যুবলীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানায়, উপজেলা যুবলীগ ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন ও ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ খালেকুজ্জামান দোলন। তারা জানান, উপজেলা যুবলীগ সভাপতি তাজউদ্দিন খান অসুস্থ থাকায় সভাপতির অনুমতিক্রমে এ কমিটি ঘোষনা করা হয়েছে। কমিটিতে তাজল ইসলামকে সভাপতি, ফকরুল আলম জুয়েলকে সাধারণ সম্পাদক ও সোহাগ দেওয়ানকে মাংগঠনিক করে ৬১ সদস্য বিসিষ্ট পূর্ণঙ্গ কমিটি ঘোষণা করা হয় । সংবাদ সম্মেলনে উপজেলা যুবলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।