অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলায় জাতীয় যুব দিবসে বর্নাঢ্য র‌্যালী আলোচনা সভা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা নভেম্বর ২০২২ রাত ০৯:৪৬

remove_red_eye

২৮৯



হাসনাইন আহমেদ মুন্না : ভোলা জেলায়  নানা আয়োজনে জাতীয় যুব দিবস ২০২২ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল থেকেই যুব সমাবেশ, র‌্যালী, আলোচনা সভা, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসক কার্যালয় চত্তরে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
পরে একই স্থান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মো: আবেদ শাহ’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী। আরো বক্তব্য দেন, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিবেক সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূর মো: হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফিদা হাসান, প্রশিক্ষিত যুবক মো: সোহাগ প্রমূখ।
এসময় প্রধান অতিথি বলেন, আমরা যদি প্রশিক্ষিত যুব সমাজ তৈরি করতে পারি, তাহলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আমরা গড়তে পারবো। আর যুবকদের প্রশিক্ষণ দিতে কাজ করে যাচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর। এখান থেকে প্রশিক্ষণ ও ঋণ নিয়ে অনেক বেকার যুবক কর্মসংস্থানের মাধ্যমে তাদের জীবন মানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয়েছে। আমাদের যুব সমাজকে কাজের মাধ্যমে শক্তিতে রুপান্তর করতে পারলে বৃদ্ধি পাবে আমাদের জিডিপি।
পরে ১৪ জন যুবকের মাঝে ৭ লাখ ২০ হাজার টাকার ঋণের চেক ও বিভিন্ন ট্রেডে প্রশিক্ষিতদের মধ্যে সনদপত্র বিতরণ করেন অতিথিরা।
বোরহানউদ্দিন প্রতিনিধি \ ভোলার বোরহানউদ্দিনে ‘প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’  শীর্ষক শ্লোগানকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে  জাতীয় যুব দিবস পালিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসন ও উপজেলা যুব-উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ওই দিবস পালিত হয়।
সকাল পৌনে ১০ টায় উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও পৌর মেয়র মো. রফিকুল ইসলামের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বোরহানউদ্দিনের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে।
সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মুন্নী ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান, মাহফুজা ইয়াসমিন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান। এছাড়া শুণ্য থেকে শুরু করা যুব উদ্যোক্তরা তাঁদের সাফল্যের কথা তুলে ধরেন।
এরপর অতিথিরা যুব উন্নয়ন আয়োজিত বিভিন্ন কর্মশালায় অংশ নেয়া যুবকদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

 চরফ্যাসন প্রতনিধি জানান,চরফ্যাশন উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে র‌্যালী, আলোচনা সভা ও ঋৃণ বিতরণের চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আল নোমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চরফ্যাশন পৌরসভার মেয়র মোঃ মোরশেদ, উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তুষার কান্তি দে, যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এ আর এম মামুন, চরফ্যাশন স্পোটর্স একাডেমীর নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম, ইয়ুথ পাওয়ার বাংলাদেশ এর চরফ্যাশন সভাপতি মনির আসলামী, প্রমুখ।










আরও...