অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


নৌ শ্রমিকদের ধর্মঘটের কারণে ভোলায় লঞ্চ যাত্রীদের দুর্ভোগ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৬ই এপ্রিল ২০১৯ রাত ১১:৫৫

remove_red_eye

৪৭৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক ॥ নৌ শ্রমিকদের ধর্মঘটের কারণে দেশের মূল ভুখন্ডের সাথে দ্বীপজেলা ভোলার নৌ যোগাযোগ প্রায় বিছিন্ন হয়ে পড়েছে । মঙ্গলবার সকাল থেকেই রাজধানী ঢাকা, বিভাগীয় শহর বরিশাল সহ সবগুলো রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।

স্থানীয় ও ভূক্তভোগী য়াত্রীরা জানান, গতকাল মঙ্গলবার সকালে ভোলার ভেদুরিয়া ঘাটে বরিশাল যাওয়ার জন্য  শত শত যাত্রী জড়ো হয়। লঞ্চ চলাচল বন্ধ থাকায় তার চরম বিপাকে পড়ে। এসময় যাত্রীরা বিকল্প উপায়ে ট্রলার ও স্পীডবোটে জীবনের ঝুঁকি নিয়ে যাত্রীদের নদী পারাপার হয়ে বরিশাল যাতায়ত করে।  এর জন্য গুনতে হয়েছে দ্বিগুন ও  তিনগুন ভাড়া। আবার অনেকে অতিরিক্ত ভাড়া দিতে না পেরে  ঘাট থেকে বাড়ি ফিরে গেছে। একই অবস্থা ছিল জেলার অন্যান্য রুটগুলোতেও। তবে বিআইডবিøউটিএ জানিয়েছে, ভোলা- বরিশাল ও ভোলা ল²ীপুর রুটে বিআইডবিøউটিসির ফেরি চলাচল করেছে। উল্লেখ্য,ভোলা- ঢাকা ও ভোলা- বরিশাল রুটে ভোলা জেলার বিভিন্ন উপজেলা থেকে  প্রতিদিন ছোটবড় অর্ধশতাধিক লঞ্চ যাতায়াত করে।