অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলা প্রেসক্লাবের সাবেক সম্পাদক প্রবীণ সাংবাদিক হুমায়ুন কবির আর নেই


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩১শে অক্টোবর ২০২২ রাত ০৯:৫৮

remove_red_eye

২৫৫



বাংলার কণ্ঠ প্রতিবেদক : প্রবীণ সাংবাদিক ভোলা প্রেসক্লাবের সাবেক সাধারণ , লায়ন্স হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক ইনকিলাব, আমার দেশ ও চ্যানেল ওয়ানের সাবেক জেলা প্রতিনিধি  মোঃ হুমায়ুন কবির আর নেই।  সোমবার দুপুর ২ টা ১০ মিনিটে ঢাকার হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। হুমায়ুন কবির স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব গুনগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্র জানিয়েছে, উল্লেখ্য হুমায়ুন কবির গত বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হলে প্রথমে তাকে ভোলা সদর হাসপাতালে এবং পরে ঢাকার হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেয়া হয়।
মরহুমের পারিবারিক সুত্র জানায় মঙ্গলবার ১ নভেম্বর সকাল ৯ টায় শহরের মুসলিম পাড়া জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাজা নামজ অনুষ্ঠিত হবে।
ভোলার প্রথিতযশা প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে ভোলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বাংলার কণ্ঠের সম্পাদক এম. হাবিবুর রহমান, সহসভাপতি জুন্নু রায়হান, সধারণ সম্পাদক অমিতাভ অপু, যুগ্ম সম্পাদক হোসাইন সাদীসহ নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, দৈনিক জনকণ্ঠের সাংবাদিক হাসিব রহমান, একাত্তর টিভির কামরুল ইসলাম, একুশে টিভির মেজবাহ উদ্দিন শিপু, ডিবিসির অচিন্ত মজুমদার, এটিএন বাংলার এম ছিদ্দিকুল্লাহসহ পেশাদার সাংবাদিকরা গভীর শোক প্রকাশ করেছেন।
এ ছাড়াও মরহুমের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভোলা জেলা পরিষদ চেয়ারম্যান ও  জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল মমিন টুলু, সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান, জেলা জাতীয় পার্টির সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাছিম বিল্লাহসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।





আরও...