অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


বিএনপি আমলে সারের জন্য কৃষককে গুলি করে হত্যা করা হয় : মোশারেফ হোসেন


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৬ই এপ্রিল ২০১৯ রাত ১১:৫৮

remove_red_eye

৫৭৯

হারুন উর রশীদ \ বিএনপি আমলে সারের জন্য কৃষককে গুলি করে হত্যা করা হয়েছিল। কিন্তু আওয়ামীলীগ সরকারের আমলে এমন ঘটনা ঘটেনি, কারন শেখ হাসিনার সরকার কৃষি বান্ধব সরকার। এ সরকারের আমলে কৃষকদের দোঢ় গোড়ায় সব ধরনের সহযোগিতা পৌছে দেয়া হচ্ছে। গতকাল মঙ্গলবার কৃষি প্রনোদনা কর্মসুচির আওতায় ভোলা সদর উপজেলায় চারহাজার তিনশত কৃষকের মধ্যে বিনামুল্যে বীজ ও সার বিতরন করা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভোলা সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন কথাগুলো বলেন। তিনি আরো বলেন কৃষকদের সারবীজ দেয়ার ক্ষেত্রে যেন কোন রকম অনিয়ম না হয় সে ব্যাপারে সতর্ক দৃষ্টি দেয়ার আহবান জানান।

উপজেলা পরিষদ হলরুমে বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ। উপজেলা কৃষি কর্মকর্তা মুঃ রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন উপ-সহকারী কৃষি অফিসার আকিদ হোসেন।

পরে উপজেলা চত্তরে ব্রি-ধান ৪৮ এর বীজ ৫ কেজি, ডিএফপি সার ১৫ কেজী, ও ১০ কেজী করে এমওপি সার বিতরন করা হয়।