অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে আলিম পরীক্ষার্থীদের দোয়া মাহফিল


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৩০শে অক্টোবর ২০২২ রাত ১০:১৮

remove_red_eye

৩৯৯


বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন উপজেলার বোরহানউদ্দিন কামিল মাদ্রাসায় আসন্ন আলিম পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে এগারোটায় মাদ্রাসা মিলনায়তনে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার অধ্যক্ষ এবি আহমদ উল্যাহ আনছারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, পৌর মেয়র ও মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি মো. রফিকুল ইসলাম। আরো বক্তৃতা করেন,  পরিচালনা পর্ষদের সহ-সভাপতি বাটামারা পীর সাহেব মাও. মুহিববুল্লাহ, সদস্য আ.ন.ম আবদুল্লাহ, মাদ্রাসার ফকিহ্ ড. হাবিবউল্লাহ, প্রভাষক মো. হাবিবুর রহমান, মো. আমিনুল ইসলাম প্রমুখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন, মাদ্রাসার সাবেক সহকারী অধ্যাপক মাও. আবদুস শহীদ। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সুধী সমাজ উপস্থিত ছিলেন।