অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩০শে অক্টোবর ২০২২ রাত ১০:১৩

remove_red_eye

২৬৯


বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা জেলা তথ্য অফিসের আয়োজনে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (এপিএ ) এর আওতায়  বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের আজাদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে  জেলা তথ্য অফিসার মোঃ নুরুল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন,  বোরহানউদ্দিন উপজেলা শিক্ষা অফিসার মোঃ আমজাদ হোসেন, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ইয়াসিন নয়ন, প্রধান শিক্ষিকা মোরশেদা বেগম প্রমুখ।  এ সময় বক্তারা , উন্নত রাষ্ট্র ও জাতি গঠন , জনস্বাস্থ্য সুরক্ষা ,টেকসই উন্নয়ন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগ, ব্র্যান্ডিং বিষয়ক বিভিন্ন দিকে নিয়ে আলোচনা করেন। এছাড়াও সরকারের সাফল্য, উন্নয়ন পরিকল্পনা ,তথ্য অধিকার ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ,মাদক বাল্যবিবাহ প্রতিরোধ ,অপপ্রচার অপরাজনীতি, সাম্প্রদায়িকতা প্রতিরোধ ,করোনা প্রতিরোধ,পরিবেশ সুরক্ষা, বৃক্ষরোপণ , নিরাপদ খাদ্য ,শিশু পুষ্টিসহ  বিভিœ  বিষয়ে তুলে ধরা হয়।