অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫ | ৬ই বৈশাখ ১৪৩২


ভোলায় জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহের উদ্বোধন


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৭ই এপ্রিল ২০১৯ রাত ১২:০১

remove_red_eye

৬৬৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক ॥ সেবা নিন, সুস্থ্য থাকুন এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে ভোলায় ‘জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ-২০১৯’ এর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ভোলা জেলা প্রশাসক কার্যলয়ের সামনে উদ্বোধন করেন ভোলা জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক। পরে জাতীয় পর্যায়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে  থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক ভাবে জাতীয় স্বাস্থ্যসেবা ও জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন লাইভ অনুষ্ঠান উপভোগ করেন।  এসময় আরো উপস্থিত ছিলেন-পুলিশ সুপার মো: মোকতার হোসেন,উপজেলা চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন,সিভিল সার্জন ড.রথীন্দ্রনাথ মজুমদার,পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মাহামুদুল হক আযাদ,সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ প্রমুখ।

এসময় সিভিল সার্জেন ড.রথীন্দ্র নাথ মজুমদার জানান, স্বাস্থ্যসেবার মান উন্নয়নে চিকিৎসকদেরকে গ্রাম থেকে চিকিৎসা দিতে উৎসাহিত করতে সরকার নিরলস  চেষ্টা চালাচ্ছে। আমরা ভোলায় জেলায় স্বল্প সংখ্যাক জনবল দিয়ে  ২২ লাখ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতে কাজ করে যাচ্ছি।সরকারি ভাবে জনবল নিয়োগ পেলে আমরা শতভাগ স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পারবো বলে জানান।

এছাড়াও স্বাস্থ্য সেবা সপ্তাহ-২০১৯ উপলক্ষ্যে জেলা স্বাস্থ্য  বিভাগের উদ্যোগেনানা কর্মসূচী হাতে নেওয়ার  কথা জানান। কর্মসূচীর মধ্যে রয়েছে- র‌্যালী, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা স্বাস্থ্য সেবা প্রদান, স্বাস্থ্য বিষয়ক সেমিনার, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, চিকিৎসা সেবায় নৈতিকতা বিষয়ক আলোচনা, স্বাস্থ্য সচেতনতা ও পুষ্টি বিষয়ক আলোচনা অন্যতম।  এছাড়াও লালমোহনে জাতীয় স্বাস্থ্য সেবা পালিত হয়েছে। আমাদের লালমোহন প্রতিনিধি জানান, স্বাস্থ্য সেবা অধিকার-শেখ হাসিনার অঙ্গীকার এ শ্লোগানকে সামনে রেখে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ভোলার লালমোহনে জাতীয় স্বাস্থ্য সেবা-২০১৯ পালিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে জাতীয় স্বাস্থ্য সেবা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের আর,এমও ডা. মোঃ মহসিন। জাতীয় স্বাস্থ্য সেবা উপলক্ষে স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী মোঃ নুরুজ্জামানের সহযোগিতায় হাসপাতালে পরিস্কার পরিচ্ছন্নতা ও আলোকসজ্জায় সজ্জিত করা হয়। অনুষ্ঠানে নবাগত ডা. ফারজানা আক্তার জুটি প্রধান অতিথিকে ফুলদিয়ে বরণ করেন। আলোচনা সভায় বক্তারা বলেন, মৌসুমী তাজা ফল খান, সুস্থ হার্ট, সুস্থ জীবন গড়–ন। মানুষকে সুস্থ থাকতে ধুমপান সহ ক্ষতিকর খাদ্য পরিত্যাগ করার পরামর্শ দেয়া হয়। মনপুরা জাতীয় স্বাস্থ্যসেবা সাপ্তাহ  উদ্ভোধন হয়েছে। আমাদের মনপুরা সংবাদদাতা জানান, “স্বাস্থ্য সেবার অধিকার শেখ হাসিনার অঙ্গিকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মনপুরা উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ৫ দিনব্যাপী জাতীয় স্বাস্থ্যসেবা সাপ্তাহ উদ্ভোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উদ্বোধন শেষে স্বাস্থ্যকমপ্লেক্স্র চত্বরে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মাহমুদুর রশিদ সভাপতিত্বে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ, অফিসার ইনচার্জ মোঃ ফোরকান আলী হাওলাদার,উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক একেএম শাহজাহান। র‌্যালী, আলোচনাসভা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্যসেবা ছাত্র-ছাত্রীদের দৌড়গড়ায় পৌছিয়ে দেওয়া,সাধারন জনগনকে স্বাস্থ্য  বিষয়ক সচেতনতা সৃষ্টি,ডাক্তার এবং রোগীদের মধ্যে সুসম্পর্ক এবং সাধারন জনগনকে স্বাস্থ্যসেবা নেওয়ার জন্য হাসপাতাল মুখী করাসহ বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছেন।  সভায় বক্তারা বলেন, ডাক্তার যেন তাদের সেবার মান আরো বাড়িয়ে দেয় তার জন্য আরো আন্তরিকতার সহিত কাজ করতে হবে। তাহলে অবহেলিত সাধারন মানুষ স্বাস্থ্যসেবার মান নিশ্চিত হবে।

এই সময় ডা. মোঃ শফিকুল ইসলাম,ডা.মশিউর রহমান,ডেন্টাল সার্জন ডা. সাব্বির আহম্মেদ,মনোয়ারা বেগম মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ ছালাহউদ্দিনসহ সকল নার্স,স্টাপ,সুশীল সমাজের নের্তৃবৃন্দ,সাংবাদিক,ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।





ভোলা থেকে ঢাকায় নেয়ার পথে  সিএনজি গ্যাস পরিবহনের গাড়ি আটকে দিলো ছাত্র জনতা

ভোলা থেকে ঢাকায় নেয়ার পথে সিএনজি গ্যাস পরিবহনের গাড়ি আটকে দিলো ছাত্র জনতা

মানুষের ভোটাধিকারের জন্য ১৭ বছর আন্দোলন করেছে বিএনপি : এড. ছিদ্দিক উল্ল্যাহ মিয়া

মানুষের ভোটাধিকারের জন্য ১৭ বছর আন্দোলন করেছে বিএনপি : এড. ছিদ্দিক উল্ল্যাহ মিয়া

সমাজে তরুণদের একটি উল্লেখযোগ্য অংশ  কি বিপথগামী !   কারণ ও উত্তরণের উপায়

সমাজে তরুণদের একটি উল্লেখযোগ্য অংশ কি বিপথগামী ! কারণ ও উত্তরণের উপায়

ভোলায় মেডিকেল কলেজ স্থাপনসহ ৫ দফা দাবীতে মানববন্ধন

ভোলায় মেডিকেল কলেজ স্থাপনসহ ৫ দফা দাবীতে মানববন্ধন

ভোলায় দরিদ্র নারীদের খাদ্য সহায়তা ও কর্মসংস্থানে সেলাই মেশিন বিতরণ

ভোলায় দরিদ্র নারীদের খাদ্য সহায়তা ও কর্মসংস্থানে সেলাই মেশিন বিতরণ

দৌলতখানের মদনপুর ইউনিয়নের বিএনপির অফিস উদ্বোধন

দৌলতখানের মদনপুর ইউনিয়নের বিএনপির অফিস উদ্বোধন

ভোলায় টানা বৃষ্টিতে রাস্তাঘাটে কাঁদা পানি কৃষকরা শঙ্কায়

ভোলায় টানা বৃষ্টিতে রাস্তাঘাটে কাঁদা পানি কৃষকরা শঙ্কায়

লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু

লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু

লালমোহনে সর্বদলীয় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

লালমোহনে সর্বদলীয় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

লালমোহনে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে

লালমোহনে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে

আরও...