বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৭ই এপ্রিল ২০১৯ রাত ১২:০১
৫৯৩
বাংলার কণ্ঠ প্রতিবেদক ॥ সেবা নিন, সুস্থ্য থাকুন এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে ভোলায় ‘জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ-২০১৯’ এর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ভোলা জেলা প্রশাসক কার্যলয়ের সামনে উদ্বোধন করেন ভোলা জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক। পরে জাতীয় পর্যায়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক ভাবে জাতীয় স্বাস্থ্যসেবা ও জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন লাইভ অনুষ্ঠান উপভোগ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন-পুলিশ সুপার মো: মোকতার হোসেন,উপজেলা চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন,সিভিল সার্জন ড.রথীন্দ্রনাথ মজুমদার,পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মাহামুদুল হক আযাদ,সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ প্রমুখ।
এসময় সিভিল সার্জেন ড.রথীন্দ্র নাথ মজুমদার জানান, স্বাস্থ্যসেবার মান উন্নয়নে চিকিৎসকদেরকে গ্রাম থেকে চিকিৎসা দিতে উৎসাহিত করতে সরকার নিরলস চেষ্টা চালাচ্ছে। আমরা ভোলায় জেলায় স্বল্প সংখ্যাক জনবল দিয়ে ২২ লাখ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতে কাজ করে যাচ্ছি।সরকারি ভাবে জনবল নিয়োগ পেলে আমরা শতভাগ স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পারবো বলে জানান।
এছাড়াও স্বাস্থ্য সেবা সপ্তাহ-২০১৯ উপলক্ষ্যে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগেনানা কর্মসূচী হাতে নেওয়ার কথা জানান। কর্মসূচীর মধ্যে রয়েছে- র্যালী, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা স্বাস্থ্য সেবা প্রদান, স্বাস্থ্য বিষয়ক সেমিনার, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, চিকিৎসা সেবায় নৈতিকতা বিষয়ক আলোচনা, স্বাস্থ্য সচেতনতা ও পুষ্টি বিষয়ক আলোচনা অন্যতম। এছাড়াও লালমোহনে জাতীয় স্বাস্থ্য সেবা পালিত হয়েছে। আমাদের লালমোহন প্রতিনিধি জানান, স্বাস্থ্য সেবা অধিকার-শেখ হাসিনার অঙ্গীকার এ শ্লোগানকে সামনে রেখে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ভোলার লালমোহনে জাতীয় স্বাস্থ্য সেবা-২০১৯ পালিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে জাতীয় স্বাস্থ্য সেবা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের আর,এমও ডা. মোঃ মহসিন। জাতীয় স্বাস্থ্য সেবা উপলক্ষে স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী মোঃ নুরুজ্জামানের সহযোগিতায় হাসপাতালে পরিস্কার পরিচ্ছন্নতা ও আলোকসজ্জায় সজ্জিত করা হয়। অনুষ্ঠানে নবাগত ডা. ফারজানা আক্তার জুটি প্রধান অতিথিকে ফুলদিয়ে বরণ করেন। আলোচনা সভায় বক্তারা বলেন, মৌসুমী তাজা ফল খান, সুস্থ হার্ট, সুস্থ জীবন গড়–ন। মানুষকে সুস্থ থাকতে ধুমপান সহ ক্ষতিকর খাদ্য পরিত্যাগ করার পরামর্শ দেয়া হয়। মনপুরা জাতীয় স্বাস্থ্যসেবা সাপ্তাহ উদ্ভোধন হয়েছে। আমাদের মনপুরা সংবাদদাতা জানান, “স্বাস্থ্য সেবার অধিকার শেখ হাসিনার অঙ্গিকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মনপুরা উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ৫ দিনব্যাপী জাতীয় স্বাস্থ্যসেবা সাপ্তাহ উদ্ভোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উদ্বোধন শেষে স্বাস্থ্যকমপ্লেক্স্র চত্বরে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মাহমুদুর রশিদ সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ, অফিসার ইনচার্জ মোঃ ফোরকান আলী হাওলাদার,উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক একেএম শাহজাহান। র্যালী, আলোচনাসভা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্যসেবা ছাত্র-ছাত্রীদের দৌড়গড়ায় পৌছিয়ে দেওয়া,সাধারন জনগনকে স্বাস্থ্য বিষয়ক সচেতনতা সৃষ্টি,ডাক্তার এবং রোগীদের মধ্যে সুসম্পর্ক এবং সাধারন জনগনকে স্বাস্থ্যসেবা নেওয়ার জন্য হাসপাতাল মুখী করাসহ বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছেন। সভায় বক্তারা বলেন, ডাক্তার যেন তাদের সেবার মান আরো বাড়িয়ে দেয় তার জন্য আরো আন্তরিকতার সহিত কাজ করতে হবে। তাহলে অবহেলিত সাধারন মানুষ স্বাস্থ্যসেবার মান নিশ্চিত হবে।
এই সময় ডা. মোঃ শফিকুল ইসলাম,ডা.মশিউর রহমান,ডেন্টাল সার্জন ডা. সাব্বির আহম্মেদ,মনোয়ারা বেগম মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ ছালাহউদ্দিনসহ সকল নার্স,স্টাপ,সুশীল সমাজের নের্তৃবৃন্দ,সাংবাদিক,ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিদায়ী শিক্ষককে মাইক্রোবাসে বাড়ি পৌঁছে দিলেন শিক্ষার্থী ও সহকর্মীরা
ছাদখোলা বাসে সাবিনা-ঋতুপর্ণারা, চলছে বিজয় প্যারেড
রোহিঙ্গাদের স্বদেশে ফিরে যাওয়াই একমাত্র সমাধান : অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী
খালেদা জিয়ার আরো এক মামলা হাইকোর্টে বাতিল
নতুন ইসি গঠনে সার্চ কমিটির প্রজ্ঞাপন
তারেক রহমান-সালামের রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল
৭ নভেম্বর ঘিরে ১০ দিনের কর্মসূচি বিএনপির
ভোলায় বিশ্ব ডিম দিবস উদযাপন
লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু
লালমোহনে সংগঠনকে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে জামায়াতে ইসলামীর সভা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
ভোলার চরফ্যাশনে করোনা উপর্সগ নিয়ে এক নারীর মৃত্যু
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক
ভোলায় ব্যাংক কর্মকর্তাসহ আরও ৬ জনের করোনা শনাক্ত