অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলায় শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে অক্টোবর ২০২২ রাত ০১:৩৯

remove_red_eye

২৭৩



বাংলার কণ্ঠ প্রতিবেদক :"শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু" এই ¯েøাগান কে সামনে রেখে ভোলায় জাতীয় শিক্ষা দিবস উদযাপন করা হয়েছে।
 বৃহস্পতিবার( ২৭ অক্টোবর)  সকল ৯ টার দিকে দিবসটি উপলক্ষে ভোলা জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালীটি জেলা প্রশাসকের কার্যালয় সামনে থেকে বের হয়ে শহরের মূল্য সড়ক প্রদক্ষিণ করে পূর্বের স্থানে এসে র‌্যালীটি শেষ হয়। র‌্যালী শেষে জেলা প্রশাসকের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময়ে উপজেলার বিভিন্ন কলেজ,  মাদ্রাসা,  মাধ্যমিক, প্রাথমিক বিদ্যালয়ের কয়েকশো শিক্ষক উপস্থিত ছিলেন।

আলোচনা সভাটি পবিত্র কোরআন তেলওয়াত ও গিতা পাঠের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কোরআন তেলওয়াত করছেন- নাছির মাঝি দাখিল মাদ্রাসা সুপার জনাব সামছুল আলম ও
গিতা পাঠ করেছেন- বাংলা বাজার ফাতেমা খাতুন কলেজ এর শিক্ষক দ্রæব হালদার।

সভায় ভোলা সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. গোলাম জাকারিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন ভোলার জেলা প্রশাসক মো. তৌফিক ই-লাহি চৌধুরী। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু। বিশেষ অতিথি বক্তব্য রাখেন ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক নুর মোহাম্মদ হুসাইনি ও জেলা জেলা শিক্ষা অফিসার মাদক চন্দ্র দাস। অতিরিক্ত জেলা প্রশাসক বিবেক সরকার।

এসময় সভা আরও বক্তব্য রাখেন ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসা উপ- অধ্যক্ষ মাওলানা মোবাসিরুল হক নাঈম, আলতাজুর রহমান ডিগ্রি কলেজ এর শিক্ষিকা হালিমা আক্তার ঝর্ণা, নাজিউর রহমান ডিগ্রি কলেজ এর সহকারী অধ্যক্ষ কামাল হোসেনের শাহিন, চরনোয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যাল- প্রধান শিক্ষক মোহাম্মদ ইসমাইল, ভোলা সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা সেমোলি, ভোলা পৌরবালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান সাহেব, পশ্চিম রুহিতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল হাছান সেলিম।
কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন প্রমূখ।

এসময়ে আলোচনা সভা উপস্থিত ছিলেন, চরপাঙ্গাশিয়া ইসলামীয়া আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আমির হোসেন, চরশেমায়া বন্ধুজন মাধ্যমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মো. আব্দুস শহিদ তালুকদার, চর ইলিশ তালুকদার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ অনেকেই উপস্থিত ছিলেন।

প্রসঙ্গ ১৯৯৫ সাল থেকে প্রতিবছর ৫ অক্টোবর বিশ্বব্যাপি হয়ে থাকে বিশ্ব শিক্ষক দিবস। এ দিনে বিশ্ব শিক্ষক দিবস পালিত হলেও এ বছর বাংলাদেশে প্রথম বারের মতো ২৭ অক্টোবর উদযাপন হচ্ছে। এ দিবসটি শিক্ষকদের অবদানকে স্মরণ করার জন্য পালন করা হয় । লালমোহন প্রতিনিধি জানান \ ‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’ এ প্রতিপাদ্যে মানুষ গড়ার কারিগর শিক্ষকদের সম্মানে শিক্ষক দিবস পালিত হয়েছে ভোলার লালমোহনে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে র‌্যালী বের করা হয়। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সরকারি শাহবাজপুর কলেজের অধ্যাপক বিধান হালদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ।
এসময় সহকারী কমিশনার (ভূমি) ইমরান মাহমুদ ডালিম, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার আক্তারুজ্জামান মিলন ও প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ মো.রুহুল আমিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।





আরও...