অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


লালমোহনে খালের উপরের অবৈধ স্থাপনা উচ্ছেদ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই এপ্রিল ২০১৯ রাত ১২:৪০

remove_red_eye

৫২৭

লালমোহন প্রতিনিধি ॥ ভোলার লালমোহনে খালের উপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি। গতকাল বুধবার বিকাল ৪ টায় উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের নতুন বাজার এলাকার গাইট্টা খালের উপর নির্মিত তিনটি স্থাপনা গুড়িয়ে দেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি জানান, নতুন বাজারের মজিবুল হক ও মনোয়ার হোসেন খালের উপর অবৈধভাবে আরসিসি পিলার বসিয়ে স্থাপনা নির্মাণ শুরু করে। খবর পেয়ে এসব স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করি। পর্যায়ক্রমে উপজেলার সবগুলো খালের উপর যেসব স্থাপনা রয়েছে সবগুলো উচ্ছেদ করা হবে। অভিযানকালে দখলদার মনোয়ার হোসেন প্রতিবন্ধী ও দরিদ্র হওয়ায় তাকে নগদ ১০ হাজার টাকা দিয়ে স্থানীয় মান্নান ডাক্তারের সহায়তায় আলাদা স্থানে দোকান ঘর নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রæতি দেন উপজেলা নির্বাহী অফিসার।

এসময় উপস্থিত ছিলেন, লালমোহন ভূমি অফিসের নাজির মো. আসাদুল ইসলাম রণি, লালমোহন ভূমি অফিসের সার্ভেয়ার এনামুল হক, লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন উপ সহকারি ভূমি কর্মকর্তা আকবর হোসেন, লালমোহন থানার এসআই আব্দুল জলিলসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ।