অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলায় ঘুর্ণিঝড়ের আঘাতে গাছ পড়ে স্কুলঘর বিধ্বস্ত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে অক্টোবর ২০২২ রাত ০১:৪৯

remove_red_eye

৩৫২



বাংলার কন্ঠ প্রতিবেদক :  ঘুর্ণিঝড় সিত্রাং এর আঘাতে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ওবায়দুল হক বাবুল মাধ্যমিক বিদ্যালয়ের টিনের ঘর বিধ্বস্ত হয়েছে। স্কুলের উপর একটি গাছ উপড়ে পড়ে তিনটি শ্রেণিকক্ষ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে পাঠদান ব্যহত হচ্ছে। দ্রæত মেরামত করা না হলে আসন্ন বার্ষিক পরীক্ষায় ফলাফল বিপর্যয়ের আশঙ্কা করছেন শিক্ষক শিক্ষার্থীরা। এদিকে শীঘ্রই মেরামত কার হবে বলে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেয়া হয়েছে।


স্কুলের সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুস সাত্তার   জানান, ভোলা সদর উপজেলার ইলিশা নদীর তীরবর্তী জনতা বাজারে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় ওবায়দুল হক বাবুল মাধ্যমিক বিদ্যালয়। বর্তমানে ১২ জন শিক্ষক ৭ শতাধিক ছাত্রছাত্রীকে পাঠদান করছেন। তবে এত অধিক সংখ্যক শিক্ষার্থীর জন্য পর্যাপ্ত শ্রেণিকক্ষ না থাকায় পাঠদানে কিছুটা সমস্যা হচ্ছিল। গত সোমবার ঘুর্ণিঝড় সিত্রাং এর আঘাতে স্কুলের টিনের ঘরের উপর একটি গাছ উপড়ে পড়ে ৩ টি শ্রেণিকক্ষ সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়। এতে ৬ষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির পাঠদান ব্যহত হচ্ছে।

দ্রæত মেরামত করা না হলে আসন্ন বার্ষিক পরীক্ষায় শিক্ষার্থীদের ফলাফলের উপর বিরুপ প্রভাব পড়বে বলে জানিয়েছেন সহকারী শিক্ষক আবুল হাসনাত তসলিম।


যত শীঘ্র সম্ভব স্কুলঘর নেরামত করে শিক্ষার্থীদের পাঠদান স্বভাবিক করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কতৃপক্ষকে বলে হবে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম।





আরও...