অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে দুর্গম চরে ৩ শতাধিক মানুষের মাঝে ত্রাণ বিতরণ


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৭শে অক্টোবর ২০২২ রাত ০১:৪৬

remove_red_eye

২৩৬

ভোলা তজুমদ্দিনে ঘূর্ণিঝড় সিত্রাংএ ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
বুধবার(২৬ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে চাঁদপুর ইউনিয়নের দুর্গম চর মোজাম্মেলে ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক অসহায় মানুষের মাঝে ১০ কেজি করে চাল ও পানি বিশুদ্ধকরণ টেবলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেলিম মিয়া, মৎস্য কর্মকর্তা আমির হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী সমরজিৎ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শুশান্ত কুমার চন্দ সহ স্থানীয় জন প্রতিনিধিবৃন্দ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দরিদ্র অসহায় ভবঘুরে মানুষের মাঝে খাবারের এই ব্যবস্থা অব্যাহত থাকবে। সিত্রাংয়ের প্রভাব স্বাভাবিক না হওয়া পর্যন্ত উপজেলা প্রশাসনের এই উদ্যোগ চলবে।