অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৯ জেলে আটক


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে অক্টোবর ২০২২ রাত ০৯:১৭

remove_red_eye

২৭৬



হাসনাইন আহমেদ মুন্না : ভোলা সদর উপজেলার তেঁতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে  মাছ ধরায় ৯ জেলেকে আটক করা হয়েছে। রবিবার ভোরে তেঁতুলিয়া নদীর বিভিন্ন এলাকা থেকে ইলিশ শিকারের অপরাধে তাদের আটক করা হয়। স্থানীয় মৎস্য বিভাগের উদ্যেগে অভিযানে সাড়ে ৪ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও দুটি নৌকা উদ্ধার করা হয়।
সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো: জামাল হোসেন জানান, আটককৃত জেলেদের ভ্রাম্যমাণ আদালতে বিচারের জন্য তোলা হবে। এছাড়া জাল পুড়িয়ে বিনষ্ট ও নৌকা নিলামে বিক্রি করা হবে। জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় অভিযান চলছে বলে জানান তিনি।
উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুম ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার।











আরও...