অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবীতে ভোলায় গণঅনশন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে অক্টোবর ২০২২ রাত ০৯:৪৫

remove_red_eye

২৫১




 বাংলার কণ্ঠ প্রতিবেদক :   সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধসহ ২০১৮ সালের নির্বাচনী  ইশতেহারে সরকার দলের প্রতিশ্রæতি বাস্তবায়ন ও সাত দফা দাবিতে ভোলায় গণঅনশন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে ভোলা প্রেসক্লাবের সামনে এ গণঅনশন কর্মসূচি পালন করেছে ভোলা পূজা উদযাপন পরিষদ। এতে সনাতন ধর্মাম্বলীর বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়।
 এসময় বক্তব্য রাখেন, ভোলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে ও সাধারণ সম্পাদক অসিম কুমার সাহাসহ অন্যান্যরা। এসময় তারা তাদের সাত দফা দাবি , সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনের দাবী তুলে ধরে  বলেন, নির্বাচন আসলেই হিন্দু সম্প্রদায়সহ সকল সংখ্যালঘুদের ঘিরে বিভিন্ন প্রতিশ্রæতি দেয়া হয়। কিন্তু নির্বাচনের পরে সেগুলো আর বাস্তবায়ন হয় না। তাই আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের আগে পূর্বের দেয়া সকল প্রতিশ্রæতি বাস্তবায়ন করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনে যাবে সংখ্যালঘু সম্প্রদায়।  র্দীঘ ঘন্টা ব্যাপী অনশনের এক পর্যায়ে ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান অনশনকারীদের ফল খাইয়ে দিলে তাদের গণঅনশন কর্মসূচী  শেষ হয়। এছাড়াও ভোলা শহরের সদর রোডে কে-জাহান মার্কেটের সামনে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আয়োজনে পৃথক ভাবে একই দাবীতে এ গণঅনশন কর্মসূচি পালন করা হয়। এ সময় সাত দফা দাবি তুলে ধরে বক্তব্য রাখেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক অবিনাষ নন্দী, সদস্য সচিব ধ্রæব হাওলাদার, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অধ্যক্ষ দুলাল চন্দ্র ঘোষ, মদন মহন মন্দির কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব পাল কানাই, জেলা যুব ঐক্য পরিষদের সদস্য সচিব চন্দ্র শেখর দে আপন, ছাত্র ঐক্য পরিষদের সদস্য সচিব অর্ণব চন্দ্র দে, জেলা পেশাজীবী ঐক্য পরিষদ নেতা গৌতম গোলদার প্রমূখ।










আরও...