অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলায় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে অক্টোবর ২০২২ রাত ০৯:৩৯

remove_red_eye

২৯৬


মোঃ ইসমাইল : "আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি"এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস  উপলক্ষে ভোলায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসন কার্যালয় থেকে একটি  র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষ সেই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক তৌফিক -ই-লাহী চৌধুরী।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ফরহাদ সর্দার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম, নিরাপদ সড়ক চাই জেলা কমিটির সদস্য সচিব সোলায়মান মামুন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা নিরাপদ সড়ক গড়ে তুলতে চালকদের পাশাপাশি সবাইকে সচেতন হতে হতে অনুরোধ জানান।





আরও...