অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় ৭৯ জন ক্রীড়াবীদের মাঝে অনুদানের চেক বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে অক্টোবর ২০২২ রাত ০৯:৩৮

remove_red_eye

৩৩০




 হাসনাইন আহমেদ মুন্না : ভোলা জেলায় বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের করোনাকালীন বিশেষ অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। শনিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে ৭৯ জন ক্রীড়াবীদ ও ক্রীড়াসেবীদের মাঝে ৫ হাজার টাকা করে চেক তুলে দেন জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী।

জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তামিম আল ইয়ামিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূর মো: হোসাইন, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন, সহ সভাপতি মো: ফয়সাল প্রমূখ।