অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলায় নারীসহ দুই মাদক কারবারি আটক


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে অক্টোবর ২০২২ রাত ০৯:৪০

remove_red_eye

২৯০



ইব্রাহিম আকতার আকাশ/ মো: ইসমাইল  :  ভোলায় লাইজু (৪০) নামে এক নারীসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক মামলা দায়েরের শুক্রবার বিকেলে তাদেরকে আদালতে তোলা হলে আদালত তাদেরকে কারাগারে প্রেরণ করেন।
আটককৃত মাদক কারবারি লাইজু সদর উপজেলা ধনিয়া নবীনগর গ্রামের মো. মফিজুল ইসলামের স্ত্রী। তাঁরা স্বামী স্ত্রী দীর্ঘ কয়েকবছর ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। শুক্রবার ২১ অক্টোবর সকাল ৮টার দিকে ২৩৫ পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৫৬ হাজার পাঁচশো টাকাসহ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম তাকে আটক করে। এসময় তাঁর স্বামী মফিজুল ইসলাম পালিয়ে যায়।
অন্যদিকে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম ৩ কেজি গাঁজাসহ মো. বাচ্চু (৩১) নামে এক মাদক কারবারিকে আটক করেছে। আজ দুপুরে ইলিশা ফেরিঘাট থেকে তাকে আটক করা হয়। বাচ্চু সদর উপজেলা ভেদুরিয়া ইউনিয়ন পশ্চিম চরকালী ৩ নম্বর ওয়ার্ডের হানিফ হোসেনের ছেলে।





আরও...