অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলায় ফেন্সিডিল ও নগদ টাকাসহ যুবক আটক


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে অক্টোবর ২০২২ রাত ১১:০৪

remove_red_eye

২৩৭


বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় ফেন্সিডিল ও নগদ টাকাসহ মোঃ জহিরুল ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। এসময় তার কাছ থেকে দুইটি ব্যাগ ভর্তি ৯৮ পিস ফেন্সিডিল, দুইটি মোবাইল ফোন ও নগদ ৪১৪ টাকা জব্দ করা হয়। আটক জহিরুল ইসলাম বরিশাল জেলার আগৈলঝাড়া থানার রতনপুর গ্রামের মোঃ আব্দুল রবের ছেলে।  বুধবার সকালে ভোলা সদরের খেয়াঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
কোস্টগার্ড দক্ষিন জোনের অপারেশন অফিসার লে. এম হাসান মেহেদী সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা ভোলার খেয়াঘাট এলাকায় অভিযান পরিচালনা করি। এসময় ঢাকা থেকে ভোলার খেয়াঘাটে আসা একটি যাত্রীবাহি লঞ্চের যাত্রী মোঃ জহিরুল ইসলামকে আটক করা হয়। পরে তার হাতে থাকায় দুইটি ব্যাগে তল্লাশী করে ৯৮ পিস ফেন্সিডিল, দুইটি মোবাইল ফোন ও নগদ ৪১৪ টাকা জব্দ করা হয়। আটককৃতর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য ভোলা মডেল থানায় হস্তান্তর করা হবে।





আরও...