অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলায় অনিয়মের অভিযোগে ঔষধের দোকানকে ২৪ হাজার টাকা জরিমানা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই অক্টোবর ২০২২ রাত ১০:১০

remove_red_eye

২২৩



বাংলার কণ্ঠ প্রতিবেদক :ভোলা সদর উপজেলায় বিভিন্ন অনিয়মের অভিযোগে তিনটি ঔষধের দোকানকে ২৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন ও জেলা ঔষধ প্রশাসনের যৌথ উদ্যেগে সদরের জংশন বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এসময় ঔষধের মেয়াদ না থাকা, প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স না থাকাসহ নানান অভিযোগে নির্বাহী মেজিস্ট্রেট মো: আরাফাত হোসেন এই অর্থদন্ড প্রদান করেন।
এর মধ্যে মেসার্স তামিম মেডিকেল হলকে ১৫ হাজার, আব্দুল্লাহ মেডিকেলকে ৬ হাজার ও মেসার্স সাকিব মেডিকেলকে ৩ হাজার টাকাসহ মোট ২৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ভোলা ঔষধ প্রশাসনের তত্তাবায়ক ইস্্রাহিল ইকবাল চৌধুরীসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।







আরও...