অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলায় নানা আয়োজনে শেখ রাসেল দিবস পালিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই অক্টোবর ২০২২ রাত ১০:০৯

remove_red_eye

২৫৩


হাসনাইন আহমেদ মুন্না : ভোলা জেলায় নানা আয়োজনে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২২ পালন করা হয়েছে । দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে পুস্পস্তবক অর্পণ, র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একইসাথে বিভিন্ন উপজেলা প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যেগে দিনটি পালন করা হচ্ছে।
মঙ্গলবার সকাল ৯ টায় জেলা প্রশাসক কার্যালয় চত্তরে শেখ রাসেল’র প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করা হয় জেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে। পরে একই স্থান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, অতিরিক্ত জেলা প্রশাসক বিবেক সরকার, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাধব চন্দ্র দাস, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্যালয়ের উপ পরিচালক মো: ইকবাল হোসেন, জেলা তথ্য কর্মকর্তা মো: নুরুল আমিন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: আখতার হোসেন প্রমূখ।
এছাড়া সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে শিল্পকলার অডিটরিয়ামে শেখ রাসেল স্বরণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। পরে বিসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
লালমোহন প্রতিনিধি জানান, ভোলার লালমোহনে নানা আয়োজনের মধ্য দিয়ে শেখ রাসেল দিবস পালন করা হয়েছে। সোমবার দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে  র‌্যালি, আলোচনা সভা, শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাত, চিত্রাংকন ও কবিতা আবৃতি, পুরস্কার বিতরণ এবং কেক কাটা  হয়।
এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। এসময় তিনি বলেন, আজ শেখ রাসেল বেঁচে থাকলে হয়তো জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে বাঙালী জাতির নেতৃত্ব দিতেন। দেশের মানুষের ভাগ্যন্নোয়নে কাজ করতেন শহীদ শেখ রাসেল।
উপজেলা পরিষদ অডিটরিয়ামে নির্বাহী কর্মকর্তা আল-নোমানের সভাপতিত্বে এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, জেলা পরিষদ সদস্য আনোয়ারুল ইসলাম রিপন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, ওসি মো. মাহবুবুর রহমান, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
তজুমদ্দিন থেকে এম নয়ন জানান,   ভোলার তজুমদ্দিনে উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল দিবস ২০২২ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সকাল ৯ টায় শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও রেলী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়।
পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা অপূর্ব লাল সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তৃতা রাখেন ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান,উপজেলা ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেলিম মিয়া, থানা অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা দারিদ্র বিমোচণ কর্মকর্তা মনোরঞ্জন দে। অনুষ্ঠানে দাপ্তরিক কর্মকর্তাসহ স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধানগণ অংশ নেয়।





আরও...