অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলায় পৃথক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই অক্টোবর ২০২২ রাত ১০:০৬

remove_red_eye

৩৫৬




ইব্রাহিম আকতার আকাশ: ভোলায় পৃথক দুর্ঘটনায় সুইপারসহ দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে একজন সুইপার আরেকজন বৃদ্ধ। ভোলা সদর হাসপাতালে দায়িত্বে থাকা পুলিশ সদস্য মো. মামুন এ তথ্য নিশ্চিত করেন।

নিহত নির্ম‚ল (৩০) সদর উপজেলা আলীনগর ইউনিয়ন ২নং ওয়ার্ডের মালীর ছেলে। তিনি পেশায় সুইপার ছিলেন।  সোমবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে মোস্তফা কামাল বাসস্ট্যান্ডের একটি পুকুর থেকে তাঁর ভাসমান লাশ
উদ্ধার করে পুলিশ।

অন্যদিকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভোলা-লক্ষীপুর আঞ্চলিক সড়ক গুপ্তমুন্সী এলাকায় দুইটি যাত্রীবাহি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. ইউছুফ আলী বয়াতি (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলা ২নং পূর্ব ইলিশা ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

স্থানীয় পরাণগঞ্জ বাজার থেকে বাজার করে অটোরিকশা যোগে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় উভয় গাড়ির দুই চালক আহত হয়েছে। তাঁরা স্থানীয় পর্যায়ে চিকিৎসা নিয়েছেন। গাড়ি দুইটি পুলিশের হেফাজতে রয়েছে।

সুইপার নির্ম‚ল মৃগী রোগে আক্রান্ত ছিলেন উল্লেখ করে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির  জানান, উভয় ঘটনায় আইনি পদক্ষেপ চলমান রয়েছে।






আরও...