অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে বিদ্যুৎ স্পৃষ্টে গৃহবধুর মৃত্যু


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে এপ্রিল ২০১৯ রাত ১২:৪৫

remove_red_eye

৭৫৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক \ ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পারভিন বেগম (৩৮) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত গৃহবধু ওই এলাকার মো. মোতাহার মোল্লার স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, সন্ধ্যার দিকে পারভিন বেগম তার ঘরের পিছনে হাঁস আনতে গেলে সেখানে থাকা বৈদ্যুতিক মিটারের আর্থিন তারের সাথে জড়িয়ে পরে। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোহাইমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনি প্রক্রিয়া গ্রহন প্রস্তুতি চলছে।