অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলার চরসামাইয়ায় যুবকদের নিয়ে কনশালটেসন সভা অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই অক্টোবর ২০২২ রাত ১০:০৪

remove_red_eye

২৬৪



বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নে ওমর আলী সরকারি প্রথমিক বিদ্যালয়ে ওয়ার্ড ভিত্তিক যুবকদের নিয়ে গতকাল কনশালটেসন সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন গ্রামীন জন উন্নয়ন সংস্থার পরিচালক কর্মসুচি হুমায়ুন কবীর। গন সাক্ষরতা অভিযানের সহযোগিতায় গ্রামীন জন উন্নয়ন সংস্থা এ অনুষ্ঠানের আয়োজন করে।

ওমর আলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও চরসামাইয়া এডুকেশন ওয়াচ কমিটির সভাপতি মোঃ আবুল বশারের সভাপতিত্বে বক্তব্য রাখেন চরসামাইয়া দুই নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য ইউনুছ বেপারি। আরো বক্তব্য রাখেন শান্তির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন, গ্রামীন জন উন্নয়ন সংস্থার কৈশর কর্মসুচির প্রোগ্রাম অফিসার ডাঃ মোঃ মানসুর আলম ও প্রবিন জন গোষ্ঠির জীবন মান উন্নয়ন কর্মসুচির প্রোগ্রাম অফিসার ইছমাইল জবিউল্লাহ প্রমূখ।
অনুষ্ঠানে বিভিন্ন ওয়াচ কমিটির সদস্য ও বিভিন্ন ওয়ার্ডের যুবকরা অংশ নেয়।
বক্তারা শিক্ষার মানোন্নয়নে এলাকার যুবকদের অংশ গ্রহনের মাধ্যমে শিশুদের স্কুল মুখি ও বাড়ি বাড়ি গিয়ে লেখা পড়ার তদারকির উপর যুবকদের সহযোগিতা কামনা করেন।






আরও...