অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


বঙ্গোপসাগরে মৎস্য আহরণ অব্যাহত রাখার দাবিতে চরফ্যাসনে মানববন্ধন


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে এপ্রিল ২০১৯ রাত ১২:৪৮

remove_red_eye

৫৮০

চরফ্যাশন সংবাদদাতা \  ভোলার চরফ্যাসনে ২০ মে থেকে ২৩ শে জুলাই পর্যন্ত যান্ত্রিক নৌ-যান দ্বারা পুর্ব নির্ধারিত নিয়ন অনুসারে বঙ্গোপসাগরে  মৎস আহরণ অব্যাহত রাখার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় চরফ্যাসন বাজারে দক্ষিন অঞ্চল মৎস্য আহরণকারী নৌ -যান মালিক সমিতির আয়োজনে ঘন্টা ব্যাপি মানববন্ধনে চরফ্যাসন উপজেলা মৎসলীগ সভাপতি মোঃ শফিউল্ল্যাহ ফালোয়ান, সাধারণ সম্পাদক মোঃ মফিজুল ইসলাম পাটওয়ারীসহ আড়ৎদার মালিক সমিতির নেতৃৃন্দ বক্তব্য রাখেন । এ সময় বক্তরা বলেন , বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে ধরে রাখতে মৎস আহরনের কোন বিকল্প ব্যবস্থা নাই। পরে  উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে  জেলা প্রশাসকের বরাবর শ্মারক লিপি প্রদান করেন।  মানববন্ধনে কয়েক শত জেলারা অংশগ্রহন করেন।