অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলায় পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই অক্টোবর ২০২২ রাত ০৯:৫৩

remove_red_eye

২৩৬


 মোঃ ইয়ামিন : ভোলা পুলিশের মাস্টার প্যারেড কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশ এ প্যারেড কুচকাওয়াজের আয়োজন করে। পুলিশের অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাস্টার প্যারেডে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএমপিপিএম। তিনি পুলিশ সুপার প্যারেড পরিদর্শণ শেষে অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে শৃঙ্খলা, ড্রেসরুলস মেনে পোষাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিস্কার পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।
 প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ফরহাদ সরদার। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আছাদুজ্জামানসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।





আরও...