অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলায় বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আলোচনা সভা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই অক্টোবর ২০২২ রাত ০৯:৫০

remove_red_eye

২৩৬


হাসনাইন আহমেদ মুন্না : কাউকে পশ্চাতে রেখে নয়। ভালো উৎপাদনে উত্তম পুষ্টি, সুরক্ষিত পরিবশে এবং উন্নত জীবন, এই প্রতিপাদ্য নিয়ে   ভোলায় বিশ্ব খাদ্য দিবস ২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী। জেলা প্রশাসন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা খাদ্য অধিদপ্তর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো: হাসান ওয়ারিসুল কবীরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক বিবেক সরকার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইন্দ্রজীত কুমার মন্ডল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তৌহিদুল ইসলাম, জেলা সার এ্যাসোসিয়েশনের সভাপতি মোশারেফ হোসেন দুলাল, সদর উপজেলা কৃষি অফিসার মো: রিয়াজউদ্দিন প্রমূখ।
বক্তারা বলেন, ভোলা একটি খাদ্য স্বয়ংসম্পূর্ণ জেলা। এখানকার জমি বেশ উর্বর। তাই বিভিন্ন জাতের ফসল এখানে বেশ ভালো উৎপাদন হয়। এই জেলায় সারের কোন সংকট নেই। তাই প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এক ইঞ্চি জমিও অনাবাদী না রেখে সকল জমি চাষের আওতায় আনতে হবে। প্রধানমন্ত্রীর এই আহŸানকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।
পরে একই স্থানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০২২ এর উদ্বোধন করেন জেলা প্রশাসক। ‘বছরে ইঁদুর খাচ্ছে শস্য লক্ষ লক্ষ টন, খাদ্য ঘাটতি রুখতে দরকার ইঁদুর নিয়ন্ত্রণ’ ¯েøাগান নিয়ে এই অভিযান চলবে আগামী এক মাস পর্যন্ত।





আরও...